টার্মস অ্যান্ড কন্ডিশন
ব্র্যান্ড: Hazlye
প্রযোজ্য: বাংলাদেশের সকল গ্রাহকের জন্য
পণ্যের প্রাপ্যতা
আমাদের সকল পণ্য (টি-শার্ট, হুডি, লেডিস ব্যাগ, জুতা, গ্যাজেট ইত্যাদি) স্টকভিত্তিক। কোনো পণ্য স্টকে না থাকলে অর্ডার বাতিল বা বিলম্বিত হতে পারে, যার তথ্য গ্রাহককে জানানো হবে।
ডেলিভারি ও শিপিং
- ডেলিভারি সময়: ২-৫ কর্মদিবস।
- ঢাকার ভিতরে ও বাহিরে ভিন্ন ভিন্ন ডেলিভারি চার্জ প্রযোজ্য।
- আমরা বিশ্বস্ত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে পণ্য ডেলিভারি করে থাকি।
রিটার্ন ও রিফান্ড নীতি
- শুধুমাত্র ভুল পণ্য বা ড্যামেজড পণ্যের ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য।
- পণ্যটি অবশ্যই অপ্রযুক্ত ও মূল প্যাকেজে থাকতে হবে।
- রিফান্ড প্রক্রিয়া ৭-১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে।
সাইজ ও রঙ সংক্রান্ত নির্দেশনা
- কাপড়জাত পণ্যের জন্য অনুগ্রহ করে আমাদের সাইজ চার্ট ফলো করুন।
- বিভিন্ন ডিভাইসের স্ক্রিন ভেদে রঙ সামান্য পরিবর্তিত দেখা যেতে পারে।
গোপনীয়তা নীতি
- আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণে ব্যবহৃত হবে।
- আমরা আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি না, আইনি বাধ্যবাধকতা ছাড়া।
কপিরাইট ও কনটেন্ট
- ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত সকল ছবি, নাম ও ডিজাইন আমাদের মালিকানাধীন।
- অনুমতি ছাড়া এগুলো কপি, রি-আপলোড বা ব্যবহারে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
নীতিমালার পরিবর্তন
আমরা প্রয়োজন অনুযায়ী টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করার অধিকার রাখি। নতুন আপডেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আপনার অর্ডার কনফার্মেশন মানেই আপনি উপরোক্ত শর্তাবলি মেনে নিচ্ছেন।